রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট টু পোড়াদহগামী শাটতবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এলে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এসে লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর বলেন, শাটল ট্রেনটি ৬টায় রাজবাড়ী স্টেশন থেকে সকাল দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। ৭ টা ৪০ মিনিটে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এলো ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়।
এ রুটে অন্য কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয় নেই। বগি উদ্ধার করার জন্য ইতোমধ্যে রাজবাড়ী থেকে টিম পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে এক ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করে ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। সকাল সাড়ে ১০ টার দিকে বগি উদ্ধার করে পুনরায় ট্রেনটি চালু হয়।
দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার পোড়াদহ পর্যন্ত এই ট্রেনটিই চলাচল করছে। উঁচুনিচু ও আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট-বল্টু। বহু বছরের পুরানো কাঠের স্লিপারগুলো নষ্ট হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রেনের গতি কমিয়ে চলাচলের নির্দেশনা দিয়েই দায় সারছে রেল কর্তৃপক্ষ।