‘শিক্ষা শিল্পে গড়ব দেশ হবে মানবিক বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় কিছু নবীন এবং প্রবীণের সমন্বয়ে ২০১৫ সালে শিশু কিশোর সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পরিষদ নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, সেই আলোকে নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয় ১২ জুলাই শুক্রবার, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদ কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডা. আ. রহিম মোল্লা। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মো. সোবাহান শেখ, মো. কাজি জিসান আরাফাত, শেখ মো. শাহিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সভাপতি মো. ফিরোজ সরদার, সহ-সভাপতি শিব্বির মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক নিজাম শেখ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিয়া, কোষাধ্যক্ষ, জিহাদুর রহমান সাংগঠনিক সম্পাদক, সেলিম মোল্লা, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোছা. জেসমিন আক্তার, স্বাস্থ্য ও শিশু বিষয়ক সম্পাদক, সুরাইয়া রহমান, নির্বাহী সদস্য, আরিফ সরদার, মিলন ফকির, বাদশা বিশ্বাস, কাজী আমজাদ হোসেন, আব্দুল মালেক শেখ, এবং স্থানীয় সংস্কৃতি ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আলোচনা হয় স্থানীয় স্কুল থেকে ১০০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে, দারিদ্রতায় পিছিয়ে পরা শিক্ষার্থীদেরকে মূল স্রোতধারায় ধরে রাখার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্তগ্রহণ করা হয় এবং সাংগঠনিক দিক নির্দেশনামূলক আলোচনা শেষে সভাপতি অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেন ।