রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া, সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন।
জেলা পুলিশের বিভিন্ন সফলতায় ২ টি পুরষ্কার প্রাপ্ত হয় রাজবাড়ী জেলা। সভায় পুরষ্কার প্রাপ্তদের হাতে আইজিপি কর্তৃক প্রদত্ত পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম। ভালো কাজের জন্য জনাব উত্তম কুমার ঘোষ পুলিশ পরিদর্শক (তদন্তÍ) গোয়ালন্দঘাট থানা, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার টিএসআই দেলোয়ার হোসেন ট্রাফিক বিভাগ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসার এসআই মিলন চন্দ্র বর্মণ জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই সনজিব জোয়াদ্দার জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার এসআই তারিকুল ইসলাম, পাংশা মডেল থানা, রাজবাড়ীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার ।