সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

বিয়ে -কাজী নাজরিন

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

বিয়ে
কাজী নাজরিন

ভাবছেন বুঝি, বিয়ে মানে
আনন্দ আর মজা
হতচ্ছাড়া নইরে এমন,
আছে অনেক সাজা।
প্রথম প্রথম শ্বশুর বাড়ি
মানেই তুমি ছাত্রী
স্বামী শুধু সঙ্গী হবে
আসবে যখন রাত্রি।
শ্বশুর সাহেব চুপচাপ রবে
শ্বাশুড়ি মা গরম
সূর্য তেজী ননদ হলেই
অবস্থাটা চরম।
দেবর, ভাশুর সবাই কিন্তু
একই মায়ের রক্ত
বিরোধ একটু হলেই তখন
কেউ হবে না ভক্ত।
নতুন বউয়ের উপর চলে
সবার নজরদারি
একটুখানি ভুল হলে
চলে খবরদারি।
শ্বশুর বাড়ি যায় না ননদ
বাবার বাড়ির পুলিশ
কথায় কথায় ভাইয়ের বউদের
করে কতো নালিশ।
তাদের আবার জামাই গুলো
খুবই সহজ সরল
তাদের কথায় উঠে বসে
ভালোবাসায় টলমল।
শ্বাশুড়ি মা তাতেই খুশি
জামাই গুলো ভালো
ছেলের বেলায় এমন হলে
মুখটা তখন কালো।
বাচ্চা কাচ্চা হলেও আবার
হুকুম চলে কতো
তিক্ত কথার নোনাজলে
কান্না অবিরত।
ননদিনীর মাতব্বরি
চলবে যতদিন
বাড়ির বউয়ের কান্নাকাটি
রবে ততদিন।
লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ
কিছুই নয়তো সোজা
বিয়ের পরে বউটা যেন
শ্বশুর বাড়ির বোঝা।
মানতে মানতে হার মানতে
হবে যখন ক্লান্ত
শ্বশুর বাড়ির কর্তাগুলো
তখন হবে শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com