রাজবাড়ীতে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। যারা ভাবছেন শেখ হাসিনাকে গদি থেকে নামতে বললেই নেমে যাবে। তাকে ক্ষমতা থেকে নামানো এত সহজ ব্যাপার না। আমি সংসদে বলেছিলাম যখন দেশে শেখ হাসিনা থাকবে না, তখন সবাই বুঝবেন শেখ হাসিনার প্রয়োজনটা কতটা। তখন উপলব্ধি করবেন তার ভূমিকা কেমন ছিল।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর মো. নাজিউর রহমান।
সভা শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ঐচ্ছিক তহবিল থেকে ৪৯ জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। ৬৩ জন প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদর মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৮৯ হাজার টাকার চেক ও ৭৩ বান্ডিল ডেউটিন প্রদান করা হয়।