রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগ এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া অন্ষ্ঠুানের আয়োজন করে।
আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন যুবনেতা রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যড. আশরাফুল হাসান আশা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী এমপি বলেন, ২০০২ সালের ৬ জুলাই বাংলাদেশ যুব মহিলা লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছে। যখন বিএনপি সরকারের সময় রাজনৈতিক অত্যাচারের শিকার হয়ে আটক হয়ে কারাগারে সন্তান প্রসব করার মতো নজিরও রয়েছে যুব মহিলা লীগের।
জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।