কেকেএস প্রতিষ্ঠিত বেলগাছি কেকেএস শিশু বিদ্যালয়ে ২টি ফুটবল এবং ৫টি স্ক্রিপিং বিতরণ করা হয়েছে। বাংলাহেল্প এর এসএস প্রকল্পের সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর পক্ষে বিতরণ করেন প্রকল্প কর্মকর্তা পথিক পাল এবং রজব আলী বাবু।
ফুটবল পেয়ে ছোট ছোট শিশুদের মনে এক অন্যরকম আনন্দ মেতে ওঠে। শিশুরা বলে তারা দুটি দল গঠন করবে যার একটি হবে ছেলে দল এবং অন্যটি হবে মেয়ে দল। প্রকল্প কর্মকর্তা বলেন, এভাবেই শিশুদের বিকাশ ধরে রাখতে হবে। এই শিশুদের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। তাই বেলগাছি আদিবাসী শিশুদের জন্য এগিয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তার চেষ্টায় বেলগাছিতে আদিবাসী শিশুদের পড়াশোনার জন্য কেকেএস শিশু বিদ্যালয়টি গড়ে তোলা হয়। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সেখানে কাজ করে যাচ্ছে। বাংলাহেল্প রাজবাড়ী সদরের হরিজন পল্লীর শিশুদের জন্য বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে সহযোগিতা করে থাকে কেকেএস এর হাত ধরে। কেকেএস আগামীতে এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে আরো কাজ করে যাবে। এই লক্ষ্যে সমাজের সুধিজনদের এগিয়ে আসতে হবে।