রাজবাড়ীতে মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতা মো. হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুমরাকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ মে হাবিব শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে র্যাব। দীর্ঘ শুনানী শেষে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০২৩ সালে হাবিবুরকে বহিষ্কার করা হয়েছিল।