চলমান তীব্র তাপদাহের পরে রাজবাড়ীতে এলো স্বস্তির বৃষ্টি। রবিবার সকাল থেকে তাপমাত্রা বেশি থাকায় প্রচন্ড গরম থাকলেও দুপুরে মিলেছে মেঘ ও বৃষ্টি । বেলা সোয়া ১ টার দিকে আকাশে দেখা যায় প্রচন্ড ঘন মেঘ। শোনা যায় আকাশের মেঘের গর্জন। এর পরেই শুরু হয় বৃষ্টি। জেলা শহর ও আশেপাশের কিছু এলাকায় বৃষ্টি নামার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে।
রাজবাড়ী শহরের বাসিন্দা আব্দুল হালিম বলেন, শহরে ছিল এক ধরনের অস্বাভাবিক গরম। তীব্র এই গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছিল। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
পথচারীরা জানায়, দৈনন্দিন কাজে তাপদাহের কারণে ঠিকমতো কাজে মন বসেনি। এখন আষাঢ় মাস চলছে তবুও দেখা ছিল না বৃষ্টির। বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার খবর পেলেও রাজবাড়ীতে এর ব্যতিক্রম ছিল।