রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরণের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল এগারোটার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ পেনশন স্কীম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ।
সেমিনারে জানানো হয়, পেনশন স্কীমে ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাংলাদেশের যেকোন মানুষ এ পেনশন স্কীমের আওতায় আসতে পারবে। এ স্কীমে পাঁচ ধরনের পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে স্কীম চালু করা হয়েছে।
জেলার ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সেমিনারে উপস্থিত ছিলেন।