রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ সহ তার পরিবারের চার সদস্য উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে করা হয়েছে। সোমবার সকাল এগারোটায় দাদশী ইউনিয়নবাসির আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন দাদশী ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, শেখ ফাউন্ডেশনের সভাপতি আ. বারেক শেখ ফারুক, দাদশী ইউনিয়নপর সাবেক সদস্য সাখাওয়াত শেখ, স্থানীয় শিক্ষক আ. করিম মাষ্টার, চেয়ারম্যানের ভাই মাওলানা হাসিবুর রহমান, বোন মৌসুমী আক্তার প্রমূখ।
গত ১৮ জুন মঙ্গলবার রাতে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখ, তার ছেলে রোহান শেখ, ছোট বোন রোজিনা ও চাচা শহিদ সহ চারজনকে কুপিয়ে জখম করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ এক সপ্তাহ হলেও মামলা দায়েরের পর এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কেন আসামীদের গ্রেপ্তার করা হচ্ছেনা আমরা তা বুঝতে পারছিনা। যারা চেয়ারম্যান সহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।