মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ এবং ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শাফায়াত মাহবুব চৌধুরী।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মখলেছুর রহমান যুগ্মসচিব মন্ত্রিপরিষদ বিভাগ, মুহাম্মদ আসাদুল হক উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ, খন্দকার মনোয়ার মোর্শেদ উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ এবং ডা. মো. ইব্রাহিম টিটন সিভিল সার্জন রাজবাড়ী। প্রশিক্ষণে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।