কোরবানি ঈদের শিক্ষা
শাহজালাল সুজন
বছর ঘুরে কোরবানির ঈদ
আসলো আবার ফিরে,
আত্মত্যাগের বার্তা পৌঁছায়
নৈতিকতার নীড়ে।
লোক দেখানো কোরবানিটা
সমাজেতে দেখি,
হালাল হারাম ভুলে গিয়ে
ছদ্মবেশেই মেকি।
সঠিক বণ্টন ইসলামেতে
আদর্শে রয় ভরা,
তিন পাঁচ সাত নিয়ত অমিল
পূর্ণ পাপের ঘড়া।
স্বার্থ লোভে গরীবের হক
আদায় নাহি করি,
ঈদের দিনেও পশুর গোশত
ফ্রিজে রাখি ভরি।
লোভ লালসা দ্বন্দ্ব বিভেদ
কোরবানি দাও আগে,
বনের পশু বাঁচবে মানুষ
ফুল ফুটাও হৃদ বাগে।
(গাজীপুর, ঢাকা)