প্রতীক্ষার প্রহর
আলিফা তাবাচ্ছুম শিখা
নিদারুণ এক অপ্রাপ্তির বিষাদ
হৃদ-মাঝারের গহীনে চাপা পড়ে আছে,
মাঝে-মাঝেই সে বিষাদ হানা দেয়
মন-দরিয়ার এপাড়-ওপাড় জুড়ে।
তবে প্রতিক্ষার প্রহরগুলো দারুণ ভারী হলেও,
প্রতিক্ষায় আছি
আসবে সেই কল্পনার সোনালী ভোর,
রক্তিম গোলাপের ন্যায়।
বুকের অতল সাগরে চাপা পরে থাকা কেউ না শোনা হাজারো কথা,
সেদিন নিয়ম করে দু-বেলা শোনাবো হাজারো স্বপ্নের কথা;
রংধনুর রঙে রাঙিয়ে দেবে আমার মলিন মুখ-খানি রয়েছি সেই প্রতিক্ষায়।
সকল জড়তা কেটে যাবে
সকল অবহেলার অবসান হবে,
ভয়ংকর অন্ধকারাচ্ছন্ন মেঘরাও পালিয়ে যাবে
তোমার অতুলনীয় ভালোবাসা দেখে
আছি সেই প্রতীক্ষায়।
একদিন আমার প্রতীক্ষাগুলোরও অবসান হবে,
তবে সেদিন আর বিষাদ নিয়ে নই
ফিরবো জয়ী হয়ে,
সেই প্রতিক্ষার প্রহর
গুনছি বসে।