দীর্ঘ ৫ বছর পর কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো গোয়ালন্দ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।
শুক্রবার (১৪ জুন) বিকেলে গোয়ালন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম (এমপি)। সম্মেলনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ)। সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমুখ।
এদিকে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি শহিন শেখ ঘোষনা করেন, আজকে এখানে ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হচ্ছে না। পদ প্রত্যাশী নেতাদের জমা দেয়া জীবন বৃত্তান্ত ও বিভিন্ন কার্যক্রম বিবেচনা করে সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে