কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরের কেকেএস প্রধান কার্যালয়ে ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ক্যাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাকির হোসেন, রাজবাড়ী চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী বেনজির আহমেদ, মুরগী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. আজিজ সরদার, মাংস বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আকবর আলী, বাংলাদেশ জাসদ রাজবাড়ী শাখার সভাপতি স্বপন কুমার দাস, সাংবাদিক আব্দুল কুদ্দুস, সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্পাদক মাহফুজুর রহমান, মোহসিন মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাব রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক নাসির হোসেন।
বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন। খাদ্যে ভেজালও দেন। এসব বিষয়ে সবাইকে সচেতন হবে। পাশাপাশি সরকারি নজরদারিও বাড়াতে হবে।
অনুষ্ঠানে বীর মুুক্তিযোদ্ধা, রাজবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।