সর্বনাশা বন্যা
সাইদুল ইসলাম সাইদ
সর্বনাশা বন্যা আমার
করল ভীষণ ক্ষতি
বশত ভিটা ডুবে গেছে
তার প্রতি নাই রতি।
মাঠ ভরা সব ফসল ছিল
স্বপ্ন ছিল হাজার
বাড়ির পাশে ছিল আমার
জন্মদাতার মাজার।
সবকিছু আজ পানির নিচে
দু-চোখ জলে ভাসে,
এমন দৃশ্য দেখব কত
কান্না শুধু আসে।
দিনে-রাতে তাকিয়ে থাকি
কমবে কখন পানি
আবার কবে স্বপ্ন মোদের
দিবে যে হাতছানি।