‘জন্মভূমি বাংলাদেশ-কর্মসংস্থান বিশ্বময়’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)র আয়োজনে এ সেমিনার করা হয়।
রাজবাড়ী রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নুর অতএব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বককার সিদ্দিক।
বক্তারা বিদেশে কাজ করতে যাওয়ায় আগে বিদেশগামীদের কর্মদক্ষতা বাড়াতে ও কোম্পানির চাহিদা অনুসারে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিদেশে কর্মরত দেশের মানুষ প্রশিক্ষন না নিয়ে যাওয়ায় তারা নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হন। নির্দিষ্ট কোন কাজের অভিজ্ঞতা না থাকলে বিদেশে যে কোন কাজ করা সম্ভব হয়না। এতে বিদেশগামী দেশের মানুষ তাদের কাজে সফলতা বয়ে আনতে পারেনা। তাই বিদেশ গমনেচ্ছুদের যথাযথ কাজের প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথিরা।