পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সড়ক রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় হতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম।
সভায় কোরবানী পশুর হাট, পশুর পরিবহন, চামড়া পাচার রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা, বিপনী বিতান, শপিংমল, আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, মহাসড়ক, নৌ-পথ, রেলপথের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন আইজিপি। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা আইজিপি মহোদয়ের। তিনি বলেন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।