রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়ীয়া এলাকায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে কৃষক আলামিন ওরফে মন্টুর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগী কৃষকের পাকা গমে আগুন দেওয়া হয়। সে হাটবাড়ীয়া গ্রামের ছকির উদ্দিনের ছেলে।
আলামিন ওরফে মন্টু জানান, সে দরিদ্র কৃষক। জেলা সদরের হাটবাড়ী মৌজার ৪২৫ নং খতিয়ানের ৪৯ নং দাগের ৫৭ শতাংশ, খোশবাড়ী মৌজার ২৪০ শতাংশ এবং ঘুঘুশাইল মৌজার ২৩২ শতাংশ জমি তার পৈতৃক ও ক্রয় করা। ইতিপূর্বে এসব জমি নিয়ে হাইকোর্টে একটি মামলাও ছিলো। হাইকোর্টে মামলাটির রায় আমার পক্ষে হয়েছে। সে অনুযায়ী রাজবাড়ী জেলা আদালত আমার জমি পরিমাপ করে বুঝে দেন। গত শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন আমার জমিতে প্রবেশ করে বপনকৃত ফসল ক্ষতিসাধন করে ও পাকা গমে আগুন জ্বালিয়ে দেয়। দেশি অস্ত্র সজ্জিত এই দুর্বত্তরা আমার বাড়ীর মেয়েদের জীবননাশের ভয় দেখায়।
এব্যাপারে আলামিন ওরফে মন্টু রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।