শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী’র বাস্তবায়নে বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি’র আয়োজনে ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখা। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব পৌর শাখাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া ইউপি শাখা।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দেশ ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর ও রাজবাড়ী মেইল ডটকম। ট্রফি স্পন্সর করেছেন উজানচর বকারটিলা গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী সরোয়ার হোসেন মোল্যা।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, দৈনিক অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, গোয়ালন্দ সু-প্রভাত ফুটবল একাডেমীর সভাপতি মো. সামছুল হক, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি মো. মাসুদ মিয়া, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী প্রমুখ।
টুর্নামেন্টের আহ্বায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, টুর্নামেন্টটি সোনালী অতীত খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি সফল করতে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকৃত সকল খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।