রাজবাড়ী থেকে আজ রাতে দু’সহস্রাধিক যাত্রী নিয়ে ভারতের মেদেনীপুরে যাবে ওরশ স্পেশাল ট্রেন।
ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী থেকে দুই হাজার ২শ’র বেশি যাত্রী নিয়ে ছেড়ে গেছে একটি উরস স্পেশাল ট্রেন। বুধবার দুপুরে ভারত থেকে স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌছায়। ওরস শেষে আবার যাত্রীদের রাজবাড়ীতে পৌঁছে দেওয়ার জন্য ভারত রেলওয়ে চুক্তিবদ্ধ আছে বলে জানা যায়। আগামী ১৭ ফেব্রুয়ারী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ওরস শেষে ট্রেনটি আগামী ১৯ ফেব্রুয়ারী রাজবাড়ীতে ফিরে আসবে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার অফিস সুত্র জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ১২৩তম ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া ২ হাজার ২শ’র বেশি ওরস যাত্রীদের ভিসা সহ প্রায় সকল কার্যক্রম সম্পন্ন করেছে। ১৪ ফেব্রুয়ারীতে রাতে ট্রেনটি ছেড়ে যাবে এবং ওরস শেষে ফিরে আসবে ১৯ ফেব্রুয়ারী রাতে। প্রতিবারের ন্যায় তারিখ মিল রেখে রাজবাড়ী থেকে এই ট্রেনটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসময় ট্রেনটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত প্রান হাজার হাজার রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে সমবেত হয়ে দোয়া কামনা করেন। ট্রেন ও যাত্রীদের সুরক্ষার জন্য রাজবাড়ীর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকে। মেদেনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও অনুষ্ঠিত হবে ওরস।