পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। পাঁচ দিন ব্যাপি বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রাজবাড়ী জেলার সবচেয়ে ভালো এই স্কুল। তোমরাদের নতুন কারিকুলামে পড়াশোনা উন্নত মান বজায় রাখতে শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে।তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করবে। জীবন গঠনের উত্তম সময় হেলায় ফেলে দিওনা। বক্তব্য শেষে গান গেয়ে ছাত্রদের আনন্দ দেন এমপি কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা শুধু পড়াশোনা করবোনা খেলাধূলাও করবা। তোমরা রোবোট হবে না। স্মাট বাংলাদেশের স্মাট ছাত্র হওয়ার জন্য বলা হয়।
বিশেষ অতিথি রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ছাত্র জীবনে আমরা প্রচুর বই পড়াশোনা করতাম। আমার জানামতে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠ একটা স্কুল সেই স্কুলের ছাত্ররা শ্রেষ্ঠত্ব বজায় রাখবে আশা রাখি।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক প্রদ্যুত কুমার দাস।