রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
সবেক রাজবাড়ী পৌরসভার মেয়র ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সুদন সাহা, বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন।
প্রধান অতিথি বলেন, ছাত্র জীবন হলো জীবন গঠনের উত্তম সময়। যেসকল ছেলে মেয়েরা এই সময়ের গুরুত্ব হেলায় কাটাল তারা কখনো লক্ষ্য অর্জন করতে পারে না। ছাত্র জীবন নিজেকে গঠনের সময়। তোমরা পড়াশোনা করো বেশিবেশি বই পড় দেখবে সাফল্য তোমাদের হাতের নাগালে এসে পৌছাবে। আমি তোমাদের জীবনের সাফল্য কামনা করি।
বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।