রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলে ভালো মানের ড্রাইভার নেই। ভালো ফোরম্যান নেই। সব ক্ষেত্রেই শুধু সমস্যা। বিগত সরকারগুলো গোল্ডেন হ্যান্ডশেকের নামে রেলের দক্ষ কর্মী শূন্য করে গেছে। -শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেজিং মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়কে ক্ষতি করে গেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই রেল পথকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।’
অনুষ্ঠানে নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী হালিমা আকতার শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ।