৬ ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তর এবং জেলা প্রশাসক কর্তৃক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে বালিয়াকান্দি উপজেলার ত্রিলোচনপুর, সোনাপুর ও বহরপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী, বেকারী এবং খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। আইন অমান্য করায় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। যে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে; মেহেদী বেকারী (ত্রিলোচনপুর, সোনাপুর, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী), বন্ধন মেডিকেল হল (বহরপুর বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) প্রতিষ্ঠান দুটিকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।