‘জনগনের অংশগ্রহণ, নিশ্চিত করবে এলাকার উন্নয়ন’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা’র সভাপতিত্বে ও ইউপি সচিব মুহাম্মদ ইব্রাহিম সরদারের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শামছুদ্দিন মন্ডল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন প্রামানিকসহ নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের শুরুতেই বাজেটের কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল নির্বাচিত সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান এর সম্মতিক্রমে বাজেট পাঠ করে শোনান ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ ইব্রাহিম সরদার।