রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ সহ ৫ জনের নাম উল্লেখ করে রাজবাড়ীতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর ২ নং আমলী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন। তিনি বলেন, হত্যার অপরাধজনক ষড়যন্ত্র দন্ড বিধি ১২০(খ)/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় ১ নং আসামি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো.আবু সাঈদ চাঁদকে। মামলার অন্য আসামিরা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সোনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সোনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য এ্যাড. নাদিম মোস্তফা সহ অজ্ঞাত ৪০/৫০ জন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে বিকেলে রাজশাহীর শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি’র জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বক্তব্য প্রদান কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যে বক্তব্য দেন, তা ওই দিন বিকেল সাড়ে ৫ টার দিকে বিভিন্ন ইলেকট্রনিক প্রচারমাধ্যম, অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে মর্মাহত ও অপমানিত হন। এ বক্তব্যে রাজবাড়ীর অসংখ্য আওয়ামীলীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ও অপমান বোধ করেন। ওই বক্তব্যের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
রাজবাড়ী বার অ্যাসিয়েশনে আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন।