কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে সোমবার চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন কেকেএস এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. অপূর্ব রায়, ডা. ফারহা দিল আসমা, উম্মে সারা দিশা, পারভীন আক্তার পারুল সমাজ কল্যাণ সহকারি, আইনউদ্দিন কো-অর্ডিনেটর, শুভ সান্যাল অপটোমেট্রিকস, কাউন্সিলর মো. রোকনুজ্জামান, শাহাদৎ হোসেন, কেকেএস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মঞ্জুরুল আলম, প্রজেক্ট কো- অর্ডিনেটর, কেকেএস, পথিক পালসহ কেকেএস এর কর্মকর্তাবৃন্দ।
সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত গোয়ালন্দ শহিদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব সংলগ্ন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) শাখা কার্যালয়ে ক্যাম্প পরিচালিত হয় । ৭০ জন রুগী এই সেবা গ্রহণ করেন। চক্ষু ক্যাম্পে অপারেশন যোগ্য চোখের ছানি, নেত্রনালি, মাংস বৃদ্ধি ও ডায়াবেটিস রোগী বাছাই করা হয়। ২০জন বাছাইকৃত চক্ষু রুগী স্বল্প মূল্যে রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা চক্ষু অপারেশন করাতে পারবেন।