গোয়ালন্দের পৌরসভার ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ফকীর পরিবারের প্রবীণ ফকীর কোরবান আলী (৮৯) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকীর মো. নুরুজ্জামান, মেজর (অবঃ) ফকীর ফারুকুজ্জামান, ফকীর সফিকুজ্জামান পিন্টু, ফকীর সাইফুজ্জামান সান্টু, ফকীর মনিরুজ্জামান সোহাগের পিতা।
রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায় গোয়ালন্দ কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আমাদের রাজবাড়ী’র প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।