কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাংচুর, চাঁদাবাজী, ভূমিদখল, হত্যা, মিথ্যা মালমা, মিথ্যা অপবাদে লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীলের উপর হামলা. বিভিন্ন স্থানে নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। াংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইনজীবী বাসুদেব প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক হেমন্ত কুমার পাল, সদস্য গৌতম বিস্বাস প্রমুখ।
বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও স্বাধীন রাষ্ট্রের জন্য ছিল জুলাই বিপ্লব। অথচ সরকার পরিবর্তন হয়েও আমরা এখনো নিরাপদ নই। চলমান সরকার আমাদের হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। যদি পারতেন, তাহলে সরকারি মদদে ঢাকার খিলক্ষেতের মন্দিরটি ভাঙা হতো না। পাশাপাশি চলমান মব জাস্টিসের ফলস্বরূপ কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে ধর্ষণ, হত্যা, হামলা-মামলা, লুটসহ অনৈতিক ককর্মকান্ড। আমরা সনাতন ধর্মালম্বীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় জাতীয় সংসদ নির্বাচনসহ সর্বত্র সনাতন ধর্মীদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানান তারা।