রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলায় গেজেটভুক্ত শহীদ এবং আহতদের তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সকালে রাজবাড়ী জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।