বাবার বাড়ি থেকে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন গৃহবধূ লামিয়া আক্তার। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের মৃত গুতুম শেখের মেয়ে ও ফরিদপুর জেলার বাসিন্দা ইউসুফ মন্ডলের স্ত্রী। গত ২৮ জুন বাবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ তিনি। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে স্বজনরা। এ ব্যাপারে গত ১ জুলাই তার মা আন্না বেগম রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ লামিয়ার পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে বিয়ে হয় লামিয়ার। লামিয়ার স্বামী ইউসুফ চট্টগ্রামে জাহাজে চাকরি করেন। সংসারে তেমন কোনো ঝামেলা ছিলনা। দেড় মাস আগে লামিয়া বাবার বাড়িতে বেড়াতে আসেন। বাবার বাড়িতে মা ও ভাবী আছেন। তার ভাই প্রবাসী। গত ২৮ জুন শনিবার বেলা ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় লামিয়া। লামিয়ার ভাবি মৌ আক্তার জানান, যেদিন লামিয়া চলে যায় তার আগের দিন তার শাশুড়ির (লামিয়ার মা) সাথে মৃদু ঝগড়া হয়। হয়ত এ অভিমানে লামিয়া চলে গেছে। কোথায় যাচ্ছে সে কিছুই বলে যায়নি। ওই দিন ফিরে না আসায় তার শ^শুর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও লামিয়াকে পাওয়া যায়নি। লামিয়ার স্বামী খবর পেয়ে সেও অনেক জায়গায় খুঁেজছে। তার শাশুড়ি আন্না বেগম মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছেন। সারাদিন কান্নাকাটি করেন। থানায় জিডি করেছেন। পুলিশকে ফোন দিলে বলে দেখছি। লামিয়া কোনো মোবাইল ফোন ব্যবহার করত না বলে জানান তিনি।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, লামিয়ার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর দেশের সকল থানায় তার তথ্য পাঠানো হয়েছে। লামিয়াকে খুঁজে বের করতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন।