পাংশায় দীপা রানী পাল নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা মামলার আরেক আসামি গ্রেফতার মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পাংশা পৌরসভার মৈত্রীডাঙ্গী নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী।
জানা যায়, গত ১১ জুন বুধবার রাত সাড়ে ৯টা দিকে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় দীপা। পরদিন ভোরে ৩ যুবক দীপা রানী পালকে বাড়িতে রেখে যায়। এর কয়েক ঘণ্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল। এ ঘটনার দুইদিন পরে ১৩ জুন দীপা রানীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, গ্রেফতার মাসুদ দীপা রানী পাল আত্মহত্যার প্ররোচনা মামলার ৩ নং আসামি। অন্য আসামিদের ধরার জন্য অভিযান চলছে।