রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আবুল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ছদরুল আমীন হাবিব, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, বিএনপি নেতা এসএস মিজানুর রহমান বিল্লাল, রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল ওহাব মন্ডল, শিল্পপতি মুজাহিদুল ইসলাম, খান আইনুল হাবিব, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান বাবু, শাহজাহান মিয়া, মিজানুর রহমাম মিজান প্রমূখ।