সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ওজোপাডিকোর মিটার রিডারম্যান মো: মুক্তার বিশ্বাসের বিরুদ্ধে। বুধবার দুপুরে অর্থ শতাধিক গ্রাহক রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে লিখিত অভিযোগ করেন।
প্রতারণার শিকার জহুরুল ইসলাম, বাবলু শেখ, আনোয়ার হোসেন, সুলতান, হাচিনসহ অনেকে জানান, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মুক্তার বিশ্বাস (৪০) বিদ্যুৎ মিটার রিডারম্যান। সে ১৫ বছর ধরে আমাদের এলাকার মিটার রিডিং করে। অভিযুক্ত মুক্তার বিশ্বাস রাজবাড়ী জেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডার ম্যান হিসেবে পরিচয় দেন। তিনি সদর উপজেলার আলিপুর ও শহীদওহাপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ নিয়ে আত্মসাৎ করেছে।
রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশীদ জানান, সাধারণত জুন এবং ডিসেম্বর মাসে বকেয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে অভিযান চালান। চলতি বছরের জুন মাসে অভিযানের পর তারা বিষয়টি জানতে পারেন। রেজাউল বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। ৪৬ জন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছে এমনটা জেনেছেন। এর সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে অস্থায়ী চাকরি করতো। তিনি আরও জানান, ঘটনার পর থেকে রেজাউলকে বেশ কয়েকবার ফোন করা হয়। তার ফোন বন্ধ পাওয়া গেছে।