বেসামরিক প্রশাসনে চাকরিরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এসময় রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী আবেদনকারীর অনুকুলে এসব চেক বিতরণ করা হয়।