রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে তার নিজ কার্যালয়ে লাঞ্ছিত করার ঘটনায় আটকদের জামিন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। শুক্রবার বিকেলে এ মামলায় তাদেরকে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান তাদের জামিন আর্জি মঞ্জুর করেন ।
জামিনপ্রাপ্তরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজ উদ্দিন আহম্মদের ছেলে মো. রহুল আমিন, শেখ পাড়ার বদর উদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী পৌর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন সিকদার, আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম শিকদার পিন্টুর ছেলে মো. শিশির করিম।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ভোক্তার কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগীর শরীরে আঘাত বা জখম না থাকায় আসামীদের আদালতে নিলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত তাদের জামিন মঞ্জুর ।