রাজবাড়ীর কালুখালীতে মারামারির ঘটনায় থানায় অভিযোগ করার প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জন রাজবাড়ী সদর হাসপাতালে ও ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কালুখালীর মহিমশাহী কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল হাই মুন্না, শেখ রাসেল, রাকিব, সোহেল রানা, জুয়েল।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হাই মুন্না জানান, গত ২৩ জুন আমার আপন ভাই লুৎফর রহমান চুন্নুকে বাড়ী থেকে তুলে নিয়ে মারপিট করে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় কালুখালী থানায় ৫ জনের নাম উল্লেখ করে আব্দুল জলিল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার আমার আহত ভাইকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেখে আসার সময় বাড়ীর কাছাকাছি পৌঁছালে আবারও তাদের উপর হামলা হয়।