রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার র্যালি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রমুখ।