গত সোমবার রাতে রাজবাড়ীর পাংশার সত্যজিতপুর এলাকা থেকে একশ পিচ ট্যাপেন্ডাটালসহ ওয়াহিদুজ্জামান ওহিদ নামে একজনকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ। সে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা থানাধীন সত্যজিতপুর সাকিনস্থ সত্যজিতপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে ওয়াহিদুজ্জামান ওহিদ (৪৫) কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একশ পিচ মাদক জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।