‘দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে’ স্লোগানকে সামনে রেখে রোববার রাজবাড়ীতে জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণি সম্পদ কার্যালয় চত্ত্বরে এ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহম্মদ কামরুল ইসলাম, রাজবাড়ীর সিভিল সার্জন এসএম মাসুদ।
সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশরঞ্জন বিশ্বাস।