জেলা টাস্কফোর্স ক্যাটাগরিতে রাজবাড়ী জেলা ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৫’ এর জন্য মনোনীত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাষকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের ঐকান্তিক প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ সাফল্য অর্জন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ যথাযথ গুরুত্বের সাথে উদ্যাপনের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের সুযোগ্য নেতৃত্বে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি, রাজবাড়ী কর্তৃক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আগামী ৩১ মে, সকাল ০৯.৩০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিতব্য আলোচনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।