রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি বলেন, ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যারা ভালো কাজ করে তারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবারর্ ইউপি সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাই। সভায় মৃগী ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মো. তোফাজ্জেল হোসন, মো. মোস্তফা কামাল, নাছরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।