রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে আনসার ভিডিপি ফুটবল একাদশ ও বেসরকারি ব্যাংক ফুটবল একাদশ। বিজয়ী হয় আনছার ভিডিপি ফুটবল একাদশ। রানার্স আপ হয় বেসরকারি ব্যাংক ফুটবল একাদশ।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানা অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস,প্রীতি ম্যাচের আহ্বায়ক যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম প্রমুখ। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।