সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এমন কথাই বলেছেন বক্তারা। গত শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রবীণ আইনজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. দোবহুতি চক্রবর্তী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, শিল্পপতি নাসিম শফি, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস প্রমুখ।
বক্তারা বলেন, নারীরা সমাজে অনেক শর্তের বেড়াজালে আবদ্ধ। কর্মক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। পোষাকের জন্য তিরস্কৃত হচ্ছে। অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করলেই নারী অধিকার প্রতিষ্ঠা পেতে পারে। তারা আরও বলেন, নারীরা পরিবারে সবচেয়ে বেশি শ্রম দিলেও আক্ষরিক অর্থে তার নিজের বাড়ি নেই। বিয়ের পর একটা হয় তার বাবার বাড়ি, অন্যটা শ^শুর বাড়ি। শুধু অধিকার নিয়ে থাকলে চলবে না শান্তির জায়গা নিশ্চিত করাটাও জরুরি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রয়াসই বড় ভূমিকা রাখে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।