রাজবাড়ীতে এক তরুণী এবং এক গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত ও সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় জাহিদুল ইসলাম নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে নার্সিং কলেজের ছাত্রীকে গত ৬ মার্চ তারিখে ধর্ষণ করে।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গত ১৪ মার্চ তারিখে আলাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি প্রতিবেশি গৃহবধূকে তার হাত মুখ বেঁধে ধর্ষণ করেছে।
এদুটি ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি মামলাও হয়েছে।
ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari