২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু চত্তরে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বদ্ধভূমি, রাজবাড়ীতে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার, রাজবাড়ী। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহিদ সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), রাজবাড়ী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান (সদর সার্কেল) রাজবাড়ী, সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা (পাংশা সার্কেল) রাজবাড়ী, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, রাজবাড়ী, আরআই, পুলিশ লাইনস, রাজবাড়ী, জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari