রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের পাশে দাঁড়িয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন। শনিবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ৯টি পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আলু, পাঁচ কেজি পেয়াজ, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি বেসন ও এক কেজি লবণ।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকামত হোসেন, সংগঠনের উপদেষ্টা কমল কান্তি সরকার, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, কোষাধ্যক্ষ ইউনুস আলী, কার্যনির্বাহী সদস্য নুরতাজ তাজিয়া, আব্দুস সালাম, ফারুক উদ্দিন, ফারুক আহমেদ প্রমুখ।
গত ১৩ মার্চ তারিখ সকালে ভয়াবহ অগ্নিকান্ডে বিকয়া গ্রামের ৯টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari