রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার দুপুরে কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক খালিদ হাসান লিটন(৩৫)কে গ্রেফতার করেছে কালুখালী থানার পুলিশ। সে মাজবাড়ীর কুষ্টিয়াডাঙ্গী গ্রামের আয়ুব মন্ডলের পুত্র।
শিশুটির পিতা জানান, খালিদ হাসান লিটন নিজ বাড়ীতে আটকে রেখে তার ৬ বছর বয়সী মেয়েকে ধর্ষন করেছে। তিনি সোমবার এব্যাপারে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালুখালী থানা সূত্র জানায়, পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত যুবক খালিদ হাসান লিটন কে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari